ড. ইউনূসের নামে করা পাঁচ মামলা বাতিলের রায় বহাল
- By Jamini Roy --
- 08 December, 2024
শ্রম আইনে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা পাঁচটি মামলা বাতিলের হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। রবিবার (৮ ডিসেম্বর) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই রায় দেয়। এর ফলে, হাইকোর্টের দেওয়া মামলাগুলোর কার্যক্রম বাতিলের রায় চূড়ান্তভাবে কার্যকর রইল।
রাষ্ট্রপক্ষ এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেছিল। তবে আপিল বিভাগ তা খারিজ করে দিয়েছে। রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। অন্যদিকে, ড. ইউনূসের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।
২০১৯ সালের ৩ জুলাই ঢাকার তৃতীয় শ্রম আদালতে ড. মুহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গ্রামীণ কমিউনিকেশন্সের বিরুদ্ধে মামলা দায়ের করেন সদ্য চাকরিচ্যুত তিন কর্মচারী—আব্দুস সালাম, শাহ আলম এবং এমরানুল হক। একই বছরে আরও দুটি মামলা করেন হোসাইন আহমেদ এবং আব্দুর গফুর।
মামলাগুলোর অভিযোগ ছিল, শ্রম আইন লঙ্ঘন ও কর্মচারীদের অধিকার ক্ষুণ্ন করার বিষয়ে। এসব মামলা বাতিল চেয়ে ২০২০ সালে হাইকোর্টে আবেদন করেন ড. ইউনূস। তখন হাইকোর্ট মামলাগুলোর কার্যক্রম স্থগিত করে এবং ব্যাখ্যা চেয়ে রুল জারি করে।
২০২৪ সালের ২৪ অক্টোবর হাইকোর্ট বেঞ্চ, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের নেতৃত্বে, মামলাগুলো বাতিল ঘোষণা করে রায় দেয়। গত ২১ নভেম্বর রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করে হাইকোর্ট।
পরে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের কাছে লিভ টু আপিল আবেদন করে। আজ আপিল বিভাগ সেই আবেদন খারিজ করে দিয়ে হাইকোর্টের রায় বহাল রাখে।
রায়ের পর ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান সাংবাদিকদের বলেন, "হাইকোর্টের দেওয়া রায় আপিল বিভাগ বহাল রেখেছে। ফলে ড. ইউনূসের বিরুদ্ধে করা এই মামলাগুলো এখন আর কার্যকর নয়।"
অন্যদিকে, রাষ্ট্রপক্ষের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক এই রায়ের পর আপিল বিভাগে আরও আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন।
ড. মুহাম্মদ ইউনূস, যিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং নোবেল শান্তি পুরস্কারের সম্মানপ্রাপ্ত, এই রায়ের মাধ্যমে বড় একটি আইনি জয় পেয়েছেন।